• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহার দাবিতে মানববন্ধন

  ফেনী প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ২০:০৯
মানববন্ধন
মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (ছবি- দৈনিক অধিকার)

মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলমের রোষানলে পড়া ফেনীর ছয় সাংবাদিকের বিরুদ্ধে চার্জশিট প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ওই সাংবাদিকদের বিরুদ্ধে মীমাংসিত ১০টি মামলায় চার্জশিট দেয় পুলিশ।

রবিবার (৪ আগস্ট) সকালে ফেনী শহরের ট্রাংক রোডের কেন্দ্র্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যক্তিগত আক্রোশে বিতর্কিত এসপি জাহাঙ্গীর সরকার সাংবাদিকদের মামলায় ফাঁসিয়েছেন। এসব সাংবাদিকদের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরিও নেই, এমনকি এসব মামলার এজাহারেও তাদের নাম ছিল না। অথচ ওসিদের এসিআরের ভয় দেখিয়ে জাহাঙ্গীর সরকার সাংবাদিকদের নাম চার্জশিটে অন্তভূক্ত করতে বাধ্য করেন। এটি সরকারি দায়িত্ব পালনে স্বেচ্ছাচারিতার নজিরবিহীন বহি:প্রকাশ।

বক্তারা অবিলম্বে এ চার্জশিট প্রত্যাহার ও জাহাঙ্গীর সরকারসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। অন্যথা সাংবাদিক সমাজ আরওঃ কর্মসূচি দিতে বাধ্য হবে। তারা পরশুরামের সাংবাদিক আবু ইউসুফ মিন্টুর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফোরামের সিনিয়র সহ-সভাপতি সাঈদ খানের সভাপতিত্বে ও সহ-সভাপতি সৈয়দ মনির আহম্মদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক- সুজন সভাপতি এডভোকেট লক্ষণ বণিক, ফেনী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও পায়রা সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি জাহিদ হোসেন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মানবাধিকার নেতা কাজী সালাহ উদ্দিন নোমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, জাতীয় কবিতা পরিষদের ফেনী জেলা সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী, বঙ্গবন্ধু কবিতা পরিষদের সাধারণ সম্পাদক উত্তম দেবনাথ, বিজয় টিভি প্রতিনিধি কাফি দিদার, নয়া পয়গাম ব্যবস্থাপনা সম্পাদক সাদ্দাম হোসেন গনি, ছাগলনাইয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ শেখ কামাল, সাবেক সভাপতি কামরুল হাসান লিটন, দাগনভূঞা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইমাম হাছান কচি, ফুলগাজী প্রেস ক্লাব সভাপতি কবির আহম্মদ নাছির, অধিকার ছাগলনাইয়া প্রতিনিধি ও কাব্যাঙ্গন সভাপতি বকুল আক্তার দরিয়া, মোহনা টিভির প্রতিনিধি নিজাম উদ্দিন, ফোরামের সমাজকল্যাণ সম্পাদক জহিরুল হক সজিব ও ধর্ম সম্পাদক এম এম সোহেল প্রমুখ।

ওয়াইজেএফবির নিন্দা : ফেনীর চারজন সাংবাদিককে প্রতিহিংসামূলকভাবে বেশ কটি মামলায় ফাঁসিয়ে দেয়ার ও পরশুরামের এক সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) ফেনী জেলা শাখা। ফোরামের ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ ফরহাদ এহেন কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

তারা বলেন, আলোচিত ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটনে সক্রিয় ভূমিকা রাখায় ফেনী থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকারের রোষানলে পড়েছেন ফেনীতে কর্মরত সাংবাদিকরা। উল্লেখ, গত ১২ মে সন্ধ্যায় জাহাঙ্গীর আলম সরকারের বদলি আদেশ আসার পর তিনি রাতে জরুরি ভিত্তিতে ওসিদের ডেকে চাপ প্রয়োগ করে সাংবাদিকদের বিরুদ্ধে কয়েকটি চার্জশিট তৈরি করান। এমনকি সমঝোতা হওয়া মামলায়ও চার্জশিট দিতে বলেন।

এদিকে শনিবার দুপরে পরশুরামে দূর্বৃত্তদের হামলায় দৈনিক আমাদের সময়ের পরশুরাম প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু গুরুত্বর আহত হয়েছেন। পরশুরামের চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম দাখিল মাদরাসার মাঠে এ ঘটনা ঘটে। সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ফোরামের নেতৃবৃন্দ। তারা দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

এর আগে শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন করে সংগঠনটি। এছাড়া জেদের বশবর্তী হয়ে সাংবাদিকদের মামলায় জড়ানোর প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেনী সাংবাদিক ফোরাম- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিন্দা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকদরা হলেন- দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক অধিকার প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ফেনী রিপোর্ট সম্পাদক এস এম ইউসুফ আলী, বাংলা নিউজ প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম, দৈনিক সময়ের আলো প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড