• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুমিল্লায় ফলের দোকানে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি

  কুমিল্লা প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ১৮:৪৩
অগ্নিকাণ্ড
আগুনে পুড়ে যাওয়া ফলের দোকান (ছবি : দৈনিক অধিকার)

কুমিল্লায় শর্ট সার্কিটের আগুন থেকে সাতটি ফলের দোকান পুড়ে গেছে।

রবিবার (৪ আগস্ট) ভোরে নগরীর টমছম ব্রিজ এলাকার ফলের দোকান গুলোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনে দোকানে থাকা বিভিন্ন ধরনের ফলসহ নগদ টাকা পুড়ে গেছে। এতে তাদের ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইমান হোসেন কবির নামে এক ফল ব্যবসায়ী জানান, রাত ১টায় তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। তার দুইটি দোকানে প্রায় পাঁচ লাখ টাকার ফলসহ নগদ ৩৫ হাজার টাকা ছিল। ভোরে দোকানে আগুন লাগার খবর পেয়ে তিনি ছুটে আসেন।

তিনি বলেন, ‘এসে দেখি সব পুড়ে গেছে। আমার আবার ব্যবসা নিয়ে বসার মতো ফলও নেই, টাকাও নেই।’

কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। একটি ফলের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের কষ্ট হয়েছে। আমরা সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার বলার পরও সংযোগ বন্ধ করেনি।’

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড