• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছে পুলিশ

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

০৪ আগস্ট ২০১৯, ১৫:৫২
পুলিশ
মশা মারার ওষুধ স্প্রে করছেন পুলিশ সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

বর্তমান সময়ে সারা দেশে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ঠিক সেই মুহূর্তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। জেলার প্রায় সাড়ে ৭শ পুলিশ সদস্যসহ (এসপি ও ওসি) এক যোগে মাঠে নেমেছেন তারা।

রবিবার (৪ আগস্ট) সকাল ৭টা থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করে বিভিন্ন স্থানে মশা মারার ওষুধ স্প্রে করেন তারা।

(ছবি : দৈনিক অধিকার)

মশার বংসবিস্তার রোধে আগাছা পরিস্কার করছেন পুলিশ সদস্যরা (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, জেলায় প্রায় সাড়ে ৭শ পুলিশ সদস্য মশা মারতে ভোর থেকে কাজ শুরু করেছে। সরকারি ভাবে প্রাপ্ত নাস্তার টাকা বাঁচিয়ে সে টাকা দিয়ে ওষুধ কেনা হয়েছে। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরু করে, কোর্ট চত্বর, জেলা প্রশাসকের কার্যালয়, নার্সারির আশপাশের বাসা বাড়ি ও বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো হয়। এছাড়া জেলার পাঁচ উপজেলার সমস্ত থানা এলাকা, পুলিশ ফাঁড়ি ও অফিসে ওষুধ ছিটানো হবে।

তিনি আরও বলেন, প্রতিটি থানার ওসিদের নেতৃত্বে নিজ নিজ এলাকা পরিষ্কার করে ওষুধ ছিটানো হচ্ছে। পুরো মাস চলবে মশা নিধন ও পরিষ্কার কার্যক্রম।

নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক থানা ও আশপাশের পুরো এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে মশা মারা ওষুধ ছিটানো হচ্ছে। এখানে প্রায় ৪৮ জন পুলিশ সদস্য কাজ করছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড