• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৪ ঘণ্টায় রামেকে ভর্তি ১৯ ডেঙ্গু রোগী

  রাজশাহী প্রতিনিধি

০৩ আগস্ট ২০১৯, ০৮:৫১
হাসপাতাল
হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভর্তি ( ছবি : দৈনিক অধিকার )

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে শুক্রবার (২ আগস্ট) পর্যন্ত নতুন ১৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। আর এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫জন। জুলাইয়ের ১৫ তারিখের পর থেকে হাসপাতলটিতে মোট ১১১জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ দিকে রাজশাহী বিভাগের আটটি জেলায় শুক্রবার কতজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন সেই তথ্য দিতে পারেননি স্থানীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক। তবে গতকাল এই কর্মকর্তার দেয়া তথ্য মতে, রাজশাহী বিভাগের আটটি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছিলো মোট ৩৯৭ জন। এদের মধে রাজশাহীতে ৯২ জন, চাঁপাইনবাগঞ্জে ২০, নওগাঁয় ১৫, নাটোরে ৭, জয়পুরহাটে ৪, বগুড়ায় ১৫২, সিরাজগঞ্জে ৫৭ ও পাবনায় ৫০ জন। আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

তবে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস তার হাসপাতালে ভর্তি রোগীদের বর্তমান চিত্র তুলে ধরে জানান, হাসপাতালে ভর্তি আছে ৫২জন ডেঙ্গু রোগী। আর এ পর্যন্ত মোট ১১১ জন ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ৫৯জন। দুই জন রোগী আইসিইউতে ভর্তি আছে।

তিনি আরও জানান, প্রতিদিন হাসপাতালে নতুন ডেঙ্গু রোগীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা সার্বক্ষণিক রোগীদের সেবা নিশ্চিত করে চলেছেন। সরকারি নির্দেশনায় ডেঙ্গু রোগীদের ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু সনাক্তে ২৫০ টাকা নেয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় রোগীদের মশারি সরবরাহ করা হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগে মোট কতজন রোগী শুক্রবার ভর্তি হয়েছেন এমন প্রশ্নের উত্তর দিতে পারেননি স্বাস্থ্য বিভাগের পরিচালক গোপেন্দ্র নাথ আচার্য। তিনি বলেন, এই মুহুর্তে আমি বাইরে আছি। ঠিক কতজন রোগী আজ ভর্তি হয়েছেন তা বলতে পারছি না। পরে জানানো হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড