• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারে শর্তহীন মানবিক সহায়তা  

  থানচি প্রতিনিধি, বান্দরবান

০২ আগস্ট ২০১৯, ১৮:১২
আর্থিক সহায়তা
ক্ষতিগ্রস্ত একটি পরিবারে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের থানচি উপজেলায় সম্প্রতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মধ্যে শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার তিন্দু ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি মিলনায়তনে ১২০টি পরিবারের মধ্যে এ শর্তহীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শর্তহীন আর্থিক সহায়তায় প্রতি পরিবারকে পাঁচ হাজার ৫শ টাকা ছাড়াও প্রতিবন্ধী পরিবার হিসেবে চিহ্নিত ২১টি পরিবারকে ছয় হাজার ৫শ টাকা করে সর্বমোট ছয় লাখ ৮১ হাজার টাকা প্রদান করা হয়।

চট্টগ্রাম অঞ্চলের জাতীয় বেসরকারি সংস্থা ‘কারিতাস’, স্থানীয় এনজিও সংস্থা ‘তৈমু’ ও ‘ইউএসএআইডির’ অর্থায়নে পার্বত্য চট্টগ্রামে পরিচালিত ‘স্যাপলিং প্রকল্পের’ আওতায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাড়াদান কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়।

শর্তহীন আর্থিক সহায়তাকালে সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি টানা ১০দিন বর্ষণের ফলে আকস্মিক বন্যায় ভূমিধ্বসে বান্দরবান জেলার ৬টি উপজেলায় প্রায় দেড় লাখেরও বেশি মানুষের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যেই জেলার থানচি, রুমা, রোয়াংছড়িসহ তিনটি উপজেলার নয়টি ইউনিয়নের মোট দুই হাজার ১শ পরিবারকে শর্তহীন নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

মানবিক সহায়তা প্রদানকালে তিন্দু ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা, যুব উন্নয়নের ক্রেডিট সুপারভাইজার সেলিম রেজা, ওয়ার্ড মেম্বার ক্রানিং অং মারমা, সূজন ত্রিপুরা, জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাসের প্রোগ্রাম অফিসার রুপনা দাশ, ম্যানেজার চয়ন মারমা, স্যাপলিং প্রকল্পের ডিআরআর অ্যান্ড ওয়াজ অফিসার অংক্যজ মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড