• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু  

  ভৈরব প্রতিনিধি:

০২ আগস্ট ২০১৯, ০৪:৪৭
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। (ছবি : দৈনিক অধিকার)

ভৈরবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হামজা (১২) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড জ্বর নিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের মতে, প্রয়াত এই স্কুল শিক্ষার্থী ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নরসিংপুর গ্রামের ইসরাইল মিয়ার ছেলে। সে সরাইল উপজেলার রাঙ্গুরিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্র।

শিক্ষার্থী হামজার চাচা হাবিব মিয়া বলেন, 'বুধবার (৩১ জুলাই) রাত থেকে হামজার প্রচণ্ড জ্বর হয় ও কয়েকবার বমি হয়। পরে বৃহস্পতিবার সারাদিন তার জ্বর না কমায় বিকালে আমরা তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হামজার মৃত্যু হয়।'

এ দিকে হামজাকে চিকিৎসা সেবাদানকারী ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. রিয়াসাদ আজিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের এ চিকিৎসক বলেন, 'আমাদের এখানে যখন রোগীটিকে নিয়ে আসা হয় তখন সে অচেতন অবস্থায় ছিল। এমনকি তার শরীরে পালস পাওয়া যাচ্ছিল না। তখন আমরা তাকে সেলাইন দেই। আর তার কিচ্ছুক্ষণের মধ্যেই রোগী এক্সপায়ার্ড করে (মারা যায়)।'

হামজার ডেঙ্গু হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে ডা. রিয়াসাদ আজিম বলেন, 'মারা যাওয়া কিশোরটির শরীরের সার্বিক অবস্থা বিবেচনা করে সে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।'

অপর দিকে বিষয়টি নিয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'গত ১ সপ্তাহে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ডেঙ্গু রোগে অন্তত ৩০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫ জন নতুন করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।'

আরও পড়ুন :- অল্প দিনেই ডেঙ্গুর প্রকোপ কমবে : স্বাস্থ্যমন্ত্রী

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এ কর্মকর্তা আরও বলেছেন, 'যদিও এন.এস ওয়ান স্ট্রিপ ব্যবস্থা না থাকায় রক্ত পরীক্ষার মাধ্যমে আপাতত রোগটি শনাক্ত করণের কাজ চলছে। উন্নত সেই যন্ত্রটি পাওয়া মাত্র রোগটিকে আরও দ্রুত সনাক্ত সম্ভব হবে।'

ওডি/কেএইচআর

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড