• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বগুড়ায় আসামির হাত-পা ভেঙে দিল বাদী

  বগুড়া প্রতিনিধি

০১ আগস্ট ২০১৯, ১৮:১৩
হামলার শিকার
হামলার শিকার আনোয়ার হোসেন শাহীন (ছবি : দৈনিক অধিকার)

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে হত্যার প্রতিশোধ নিতে আনোয়ার হোসেন শাহীন (৩৮) নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে বাদী ও তার লোকজন।

এ সময় তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আনোয়ার হোসেন শাহীন উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ চেচুয়াপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। তিনি ওই গ্রামের হায়দার আলী হত্যা মামলার আসামি।

স্থানীয়রা জানায়, বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে পরিচিত লোকজন শাহীনের বাড়িতে গিয়ে মেশিন মেরামত করার কথা বলে ডেকে বের করে। এরপর তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় আব্দুল আলীমের বাড়িতে। সেখানে আটকে রেখে ধারালো অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেয়।

এ সময় শাহীন চিৎকার করলে তার পরিবারের লোকজন থানায় খবর দেয়। এ সময় ঘরের জানালা ভেঙে রাত ৩টার দিকে পুলিশ আলীমের ঘর থেকে শাহীনকে হাত-পা ভাঙা অবস্থায় উদ্ধার করে। এ সময় পুলিশ গফুরের ভাতিজা নূর ইসলাম টিপু ও হাফিজার রহমানকে গ্রেফতার করে।

জানা গেছে, ২০১২ সালে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আলীমের ভাই হায়দার আলী খুন হয়। সেই খুনের মামলার বাদী আলীমের চাচা আব্দুল গফুর।

বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, রাতে শাহীনকে হাত-পা ভাঙা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে। এ ঘটনায় রাতেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড