• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

  শ্রীনগর প্রতিনিধি, মুন্সীগঞ্জ

০১ আগস্ট ২০১৯, ১৭:৩৯
নিহত
ছবি : ফাইল ফটো

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিষপানে জাহিদা বেগম (৪২) নামে ঋণগ্রস্ত এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

বুধবার (৩১ জুলাই) দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে শয়ন কক্ষে কীটনাশক পান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার কামারখোলা গ্রামের দর্জি কারিগর জুম্মত আলীর স্ত্রী জাহিদা বেগম বুধবার দিবাগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে শয়ন কক্ষে কীটনাশক পান করে। এ সময় অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই গৃহবধূকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে জাহিদা বেগমের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, একাধিক কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় জাহিদা ঋণগ্রস্ত হয়ে হতাশায় ভুগছিলেন। জাহিদা বেগম তিন সন্তানের জননী। সে একই উপজেলার রাঢ়ীখাল এলাকার মৃত সিদ্দিকের মেয়ে।

শ্রীনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড