• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের কর্মসূচি

  ভোলা প্রতিনিধি :

০১ আগস্ট ২০১৯, ১০:২২
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের কর্মসূচি
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের কর্মসূচি (ছবি : দৈনিক অধিকার)

ভোলায় ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি হাতে নিয়েছে ভোলা জেলা প্রশাসন। বুধবার (৩১ জুলাই) সকালে ভোলা জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক জরুরি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

জেলা প্রশাসক জানান, ভোলায় সপ্তাহব্যাপী মশক নিধন প্রচারণামূলক কর্মসূচি পালন করা হয়েছে। এখন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে সবাই যার যার অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, দোকান ও বাসাবাড়ি পরিচ্ছন্ন রাখবেন। এছাড়া বিভিন্ন সংগঠনের সহায়তায় এডিস মশা নিধনে দীর্ঘদিনের আবর্জনাময় ডোবা ও ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

একই দিন সকাল থেকে জেলা প্রশাসনের নির্দেশনায় ভোলা সদর উপজেলার ভূমি কর্মকর্তা মো. কাওছার হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে ময়লা পরিষ্কার করা হয়। মশার প্রজনন বন্ধ করে দিতেই জরুরি ভিত্তিতে এ কার্যক্রম হাতে নিয়েছে ভোলা জেলা প্রশাসন। এছাড়াও প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন, মসজিদে-মন্দিরে ডেঙ্গু জ্বর সম্পর্কে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড