• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

  চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি

০১ আগস্ট ২০১৯, ০৮:৩৬
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি (ছবি: দৈনিক অধিকার)

চট্টগ্রামের ফটিকছড়িতে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবুল হাশেম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের জুবলী স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল হাশেম পশ্চিম সুয়াবিলের মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি নাজিরহাট এলাকায় চায়ের দোকানে কাজ করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন- রুদ্র দাশ (৬), শিল্পী দাশ (৪০), নুর নাহার বেগম (৪৫)। জানা যায়, নাজিরহাটগামী একটি মাইক্রোবাস (চট্টমেট্রো- চ-১১-৩৩৫০) ফটিকছড়িগামী একটি সিএনজি অটোরিকশাকে (চট্টগ্রাম-থ- ১৩-৫৯৭৩) অতিক্রম করতে গেলে সজোরে ধাক্কা লাগে। এতে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এ ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হাসেমকে মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই মো: শফিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা নিয়ে আসা হয়েছে, তবে মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড