• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দাফনের এক মাস পর গৃহকর্মীর লাশ উত্তোলন

  নীলফামারী প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ২২:০২
লাশ  উত্তোলন
গৃহকর্মী আছিয়া বেগমের লাশ উত্তলন ( ছবি : দৈনিক অধিকার)

নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নে গৃহকর্মী আছিয়া বেগমের (৫৫) লাশ উত্তোলন করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে নীলফামারীর ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে লাশটি উত্তোলন হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার, রুহুল আমিন, নীলফামার ম্যডিকেল অফিসার ডা. আবু হেনা মোস্তফা কামাল, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সূত্র জানায়, নিহত আছিয়া বেগম ডা. সাখাওয়াত হোসেন শাহিনের বাসায় গৃহকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করতেন। গত ৩০ জুন গভীর রাতে শাহিনের বাসায় তার মৃত্যু হয়। পরের দিন দুপুরে ডা. সাখাওয়াত হোসেন শাহিনের গ্রামের বাড়ি কাঠালী ইউনিয়নে দাফন করেন। এরপর গত ১৩ জুলাই ওই গৃহকর্মীর ভাই আশরাফুল হক বাদী হয়ে নীলফামারী আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বাদী বলেন, আমার বোনের মৃত্যু সন্দেহজনক হলে আমি মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে আজ আমার বোনের লাশ উত্তোলন করা হয়।

এ ব্যাপারে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গির আলম বলেন, আদালদের নির্দেশে বুধবার সকালে মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। এরপর ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডা আবু হেনা মোস্তফা কামাল বলেন, লাশ উত্তোলন শেষে ফরেনসিকে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসার পর বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড