• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুড়িগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৭

  কুড়িগ্রাম প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ২১:৪৪
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল
কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল (ছবি : ফাইল ফটো)

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আরও দুইজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়াল সাত জনে।

বুধবার (৩১ জুলাই) সকালে কুড়িগ্রাম শহরের পুরাতন হাসপাতাল পাড়ার শফিকুল ইসলাম দুদুর মেয়ে বিনিতা (২১) ও পৌরসভার কৃষ্ণপুর মিয়াপাড়ার আমজাদের ছেলে শামিম (১৮) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর রহমান সরদার জানান, গত চারদিনে আরিফুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমেদ, আমিনুল ইসলাম ও খাইরুল ইসলাম নামে পাঁচজন ডেঙ্গু রোগী ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসে হাসপাতালে ভর্তি হন। এছাড়াও বিনিতা ও শামিম নামে আরও দুইজন ভর্তি হয়েছেন। তাদেরকে হাসপাতালের কার্ডিয়াক মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত সাতজন ডেঙ্গু আক্রান্ত রোগী কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে তারা সবাই ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কুড়িগ্রামে এসেছেন। এর মধ্যে তিনজন রোগী উন্নত চিকিৎসার জন্য চলে গেছেন।

কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন হাসপাতালে এসে ডেঙ্গু রোগীদের খোঁজখবর নেন। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু মোকাবিলায় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড