• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডেঙ্গুর ঝুঁকি নিতে চান না লক্ষ্মীপুরের বিচারকগণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ২০:১১
আদালত
আদালত ভবনের ছাঁদে জমে থাকা পামি পরিষ্কার করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর (ছবি : দৈনিক অধিকার)

লক্ষ্মীপুরে মশার বংশ বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নেমেছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর।

বুধবার (৩১ জুলাই) বিকালে তাঁর নেতৃত্বে জেলা আদালত প্রাঙ্গণ পরিষ্কারে অভিযান চালানো হয়।

এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মমিনুল হাসানসহ আদালতের সকল বিচারক ও কর্মচারীরা অভিযানে অংশগ্রহণ করেন।

পরে ডেঙ্গু জ্বরের বিষয়ে সকলকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহেনূর বলেন, ‘ডেঙ্গু জ্বর একটি ভাইরাস জনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। বর্ষা মৌসুমে এ রোগের ভয়াবহতা বাড়ে। তাই নিজেদের সুরক্ষায় নিজেরাই বাসাবাড়ি ও অফিস আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে মশার বংশ বিস্তার রোধ করতে হবে।’

জানা গেছে, ডেঙ্গুর ঝুঁকি নিতে চান না বলেই নিজেদের কর্মস্থল তথা আদালত প্রাঙ্গণ পরিষ্কারে মাঠে নেমেছেন লক্ষ্মীপুরের বিচারকগণ।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড