• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ীতে তিন পয়েন্টে কমেছে পদ্মার পানি

  রাজবাড়ী প্রতিনিধি

৩১ জুলাই ২০১৯, ১৯:০৪
পদ্মা নদী
পদ্মার পানি কমেছে (ছবি : ফাইল ফটো)

রাজবাড়ীর ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি তিন পয়েন্ট- পাংশার সেনগ্রাম, গোয়ালন্দের দৌলতদিয়া ও সদরের মহেন্দ্রপুর পয়েন্টের পানি কমেছে। ফলে এখন পদ্মার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, বুধবার (৩১ জুলাই) সকাল ৬টায় পরিমাপকৃত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেশ কয়েক সেন্টিমিটার কমেছে।

তার মধ্যে সদরের মহেন্দ্রপুর পয়েন্টে কমেছে ০.১০ সেন্টিমিটার। আর পাংশার সেনগ্রাম পয়েন্টে কমেছে ০.১৩ সেন্টিমিটার। অন্যদিকে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে সর্বোচ্চ পানি কমেছে .০১৫ সেন্টিমিটার।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের প্রধান করণীক ইউসুফ উদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি কমে এখন তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সকালের পরিমাপ অনুযায়ী পদ্মার পানি মহেন্দ্রপুর পয়েন্টে ১.৯০ সেন্টিমিটার, সেনগ্রাম পয়েন্টে ০.১২ সেন্টিমিটার ও দৌলতদিয়া পয়েন্টে ০.২৮ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উল্লেখ্য, চলতি বর্ষা মৌসুমে পদ্মার পানি সর্বোচ্চ গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে ৯.৮০ সেন্টিমিটার, পাংশার সেনগ্রাম পয়েন্টে ১১.৬১ সেন্টিমিটার এবং সদরের মহেন্দ্রপুর পয়েন্টে ৯.৩৩ সেন্টিমিটার পানি রেকর্ড হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড