• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত 

  বগুড়া প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ২২:২৪
বগুড়া
ছবি : জেলার মানচিত্র

বগুড়ার শাজাহানপুরে মালীপাড়া আর.আর.এম.ইউ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির ওই স্কুলের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই শিক্ষকের নাম আব্দুল মজিদ (৫০)

মঙ্গলবার (৩০ জুয়ালি) বিকালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক সভায় তাকে বরখাস্ত করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল জায়দার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ১ম পিড়িয়ডে ষষ্ঠ শ্রেণির গণিত ক্লাস চলাকালীন অংক বুঝিয়ে দেওয়ার কথা বলে এক ছাত্রীকে কাছে ডেকে নেন সহকারি শিক্ষক আব্দুল মজিদ। এরপর ক্লাসের মধ্যে সকল শিক্ষার্থীর সামনেই ওই ছাত্রীকে হাত ধরে কাছে টেনে নিয়ে তার শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। এতে ওই ছাত্রী তাৎক্ষণিকভাবে কান্নাকাটি করে সহকারি শিক্ষিকা সুরাইয়া আক্তারকে জানায়।

শিক্ষিকা সুরাইয়া অপর শিক্ষিকা মেরিনা আক্তারকে সঙ্গে নিয়ে বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করেন। অপরদিকে ঘটনার শিকার ওই ছাত্রী বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।

এ বিষয়ে যৌন হয়রানী ও শ্লীলতাহানির অভিযোগ তুলে মঙ্গলবার ওই ছাত্রীর মা বাদি হয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সভায় মিলিত হন এবং বাদি-বিবাদী ও স্বাক্ষীদের কাছে অভিযোগ সম্পর্কে খোলামেলা শুনানি করেন।

শুনানি শেষে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় সহকারি শিক্ষক আব্দুল মজিদকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয় ম্যানেজিং কমিটি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন খোন্দকার জানান, শিক্ষক আব্দুল মজিদের চারিত্রিক কারণে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টিস হয়েছে। স্থানীয়দের ক্ষোভ এবং প্রাথমিক শুনানিতে অভিযোগের সত্যতা পাওয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি শিক্ষক আব্দুল মজিদকে সাময়িক বরখাস্ত করেছেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড