• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত আটক

  কক্সবাজার প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১৭:১২
আটক
আটক রোহিঙ্গা ডাকাত জমির (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের টেকনাফে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান, কার্তুজ ও ইয়াবাসহ রোহিঙ্গা ডাকাত জমিরকে (৩০) আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবির থেকে তাকে আটক করা হয়।

আটক জমির উপজেলার হ্নীলা, নয়াপাড়া শরণার্থী শিবিরের সি ব্লকের আব্দুল আমিনের ছেলে। ধৃত ব্যক্তি চিহ্নিত ডাকাত বলে দাবি করেছে র‍্যাব।

র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেফটেনেন্ট মির্জা শাহেদ মাহতাব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড কার্তুজ ও তিন হাজার ৯শ পিস ইয়াবাসহ জমিরকে আটক করা হয়।

এ সময় ডাকাত জকির, ছলিম, কামালসহ অন্যরা পালিয়ে গেলেও এদের আটকের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এই সংঘবদ্ধ রোহিঙ্গা ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে টেকনাফের হ্নীলা শালবন, হ্লেদা, মোছনী ও নয়াপাড়া রোহিঙ্গা শিবিরসহ আশেপাশে বিভিন্ন লোকালয়ে চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করে আসছিল।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের দ্বারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা বিপর্যয়ের মুখে রয়েছে। তাই এসব নিয়ন্ত্রণে র‍্যাবের তৎপরতা অব্যাহত থাকবে। এ ঘটনায় ধৃত ডাকাত জমির এবং পলাতক অপর সহযোগীদের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড