• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

না ফেরার দেশে প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা এনামুল

  ঠাকুরগাঁও প্রতিনিধি

৩০ জুলাই ২০১৯, ১৫:১৯
মুক্তিযোদ্ধা এনামুল হক
নিহত প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এনামুল হক (ছবি : দৈনিক অধিকার)

ঠাকুরগাঁওয়ের প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এনামুল হক (৬৬) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাতে তিনি অসুস্থতাজনিত কারণে নিজ বাসভবন জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ছোট পলাশবাড়ী গ্রামের মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম এনামুল হক ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা।

পরিবারের লোকজনের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার (৩০ জুলাই) বাদ আসর ঠাকুরগাঁও রোড কলেজ মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে।

প্রবীণ এই সাংবাদিক ও মুক্তিযোদ্ধার মৃত্যুতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, সহকারী কমান্ডার আব্দুল মান্নান, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আব্দুস সোবহান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর বকুল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. সাদেক কুরাইশী, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সকল সদস্যসহ বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড