• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়কে দুধ ঢেলে প্রতিবাদ

  পাবনা প্রতিনিধি

২৯ জুলাই ২০১৯, ১৮:৫৩
সড়কে দুধ
সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানাচ্ছেন খামারিরা (ছবি- দৈনিক অধিকার)

দুগ্ধ সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠান দুধ সংগ্রহ বন্ধ রাখায় বিপাকে পড়েছেন পাবনার খামারিরা। এমন অবস্থায় সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানায় তারা।

সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জেলার ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করে শতাধিক দুগ্ধ খামারির। মানববন্ধন শেষে সড়কে দুধ ঢেলে প্রতিবাদ জানানো হয় একই সঙ্গে পুনরায় দুগ্ধ সংগ্রহ করার দাবি জানান তারা।

হারুনর রশীদ নামে এক খামারি বলেন, এ উপজেলায় প্রতিদিন গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ উৎপাদন হয়। যা দুগ্ধ সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা হয়। এখন তারা আর দুধ নিচ্ছে না।

বিক্রি করতে না পারায় সড়কে দুধ ঢেলে দিচ্ছেন খামারিরা (ছবি- দৈনিক অধিকার)

খামারী আলহাজ হোসেন বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করেছি, আজ দুধ বিক্রি করার জায়গা নেই। ঋণের কিস্তি দিতে পারছি না।’

মিল্কভিটার ভাঙ্গুড়া চিলিং সেন্টারের ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, মিল্কভিটা, আড়ং, প্রাণ, আকিজ ও বারো আউলিয়া নামের দুগ্ধ সংগ্রহকারী কোম্পানিগুলি এ উপজেলা থেকে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার লিটার দুধ সংগ্রহ করতো। মূলত হাইকোর্টের নির্দেশনার কারণেই তারা বর্তমানে দুধ সংগ্রহ বন্ধ রাখতে বাধ্য হয়েছে। ফলে দুধ নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড