• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পানিবন্দি মানুষের খোঁজ নিতে গলা পানিতে মেয়র

  বগুড়া প্রতিনিধি

২৮ জুলাই ২০১৯, ১৮:৪৯
বগুড়া
বন্যাকবলিত মানুষের খোঁজ নিতে গলা পানিতে নেমেছেন বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমন (ছবি- দৈনিক অধিকার)

কোথাও কোমর পর্যন্ত আবার কোথাও বুক বা গলা সমান পানি। রাস্তাঘাটসহ বাড়িঘরে পানি প্রবেশ করেছে। মানুষের দুর্ভোগের শেষ নেই।

রবিবার (২৮ জুলাই) বন্যাকবলিত মানুষের খোঁজ নিতে গলা পানিতে নামতে দেখা গেছে বগুড়ার সারিয়াকান্দি পৌর মেয়র আলমগীর শাহী সুমনকে। মেয়রের সঙ্গী ছিলেন পৌর কাউন্সিলররা। তারা বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালিকা করেন। একই সঙ্গে তাদের কাছে ত্রাণ সমাগ্রীসহ শুকনো খাবার পৌঁছে দেন।

এ দিকে বাঙালী নদীর পানি বেড়ে যাওয়ায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানি প্রবেশ করেছে। সারিয়াকান্দি পৌর এলাকায় প্রায় ২ সহস্রাধিক মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে। বানের জলে ভাসছে পৌরসভার হিন্দুকান্দি, বাড়ইপাড়া, গোসাইবাড়ী এলাকা।

মেয়রের সঙ্গী পৌর কাউন্সিলররা (ছবি- দৈনিক অধিকার)

হিন্দুকান্দি এলাকার বাসিন্দা রফিকুল মিয়া জানান, পৌর মেয়রসহ কাউন্সিলররা বুক ও গলা পর্যন্ত পানিতে নেমে তাদের বাড়িতে এসে খোঁজ-খবর নিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মেয়র আলমগীর শাহী সুমন বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো উচিত। বন্যায় ক্ষতিগ্রস্ত পৌর এলাকার ২ সহস্রাধিক মানুষের মাঝে প্রথম দফায় ১৫ কেজি করে চাল দেওয়া হয়েছে। ২য় দফায় আবারও ১৫শ মানুষকে ১৫ কেজি করে চাল দেওয়া হয়।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড