• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুরবানির পশু উৎপাদনে এগিয়ে প্রতিজ্ঞা গো খামার

  বেলকুচি প্রতিনিধি, সিরাজগঞ্জ

২৮ জুলাই ২০১৯, ১৬:২৫
প্রতিজ্ঞা গো খামার
কুরবানির গরু কিনতে প্রতিজ্ঞা গো খামারে ক্রেতাদের ভিড় (ছবি : দৈনিক অধিকার)

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দেশি গরু উৎপাদনে এগিয়ে আছে প্রতিজ্ঞা গো খামার প্রকল্প। উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই ফকির পাড়ায় গো খামারটি অবস্থিত।

প্রতিজ্ঞা বহুমুখী সমবায় সমিতির এই দেশি গো খামারে মোট ৩২টি বলদ ও ষাঁড় গরু রয়েছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইতোমধ্যে ক্রেতাগণ তাদের কুরবানির পশু কিনতে ওই গো খামারে ভিড় জমাচ্ছেন।

গো খামারের পরিচালক আমির হামজা জানান, কুরবানির ঈদকে সামনে নিয়ে আমরা দেশি গরুর চাহিদা মেটাতে গো খামারটি চালু করেছি। আমাদের খামারে মোট ৩২টি গরু রয়েছে। এদের এক একটির ওজন ১০-১২ মণ হবে। দেশি প্রজাতির গরু হওয়ার কারণে প্রতিদিন গরু কিনতে ক্রেতারা খামারে ভিড় জমাচ্ছেন। আশা করছি কুরবানি ঈদ আসার আগেই সবগুলো গরু বিক্রি হয়ে যাবে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. অরুণাংশু মন্ডল জানান, আমার জানা মতে প্রতিজ্ঞা গো খামারটি বেলকুচিতে দেশি গরু উৎপাদনে এগিয়ে আছে। অতীতেও তারা গো উৎপাদন করে লাভবান হয়েছে এবং ভবিষ্যতেও তারা এগিয়ে থাকবে বলে আশা করছি।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড