• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢালাই কাজে যাওয়ার পথে পিকআপ উল্টে নিহত ৪

  নোয়াখালী প্রতিনিধি

২৮ জুলাই ২০১৯, ০৯:২১
নোয়াখালী
দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যান (ছবি: সংগৃহীত)

নোয়াখালীর চৌমুহনী বাজারে নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যান উল্টে চার নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

রবিবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হতাহতদের সবার বাড়ি খুলনা ও বাগেরহাটের মোংলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করিমপুর রোডের ভেতরের একটি শাখা রোড থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দ্রুতবেগে প্রধান সড়কে উঠে যায়। সেটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পিকআপটি আইল্যান্ডের উপর উঠে যায়। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুনুর রশিদ জানান, বেগমগঞ্জের বাংলাবাজারে বিল্ডিংয়ের ছাদ ঢালাই দেওয়ার জন্য সকালে ফেনী থেকে ১৯ জনের একটি দল পিকআপে করে যাচ্ছিল। চৌমুহনী সিঙ্গারের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি উল্টে গেলে ঘটনাস্থলেই একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহতদের পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে আনার পথে তিনজন মারা যান। এ মুহূর্তে হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন।

ময়নাতদন্ত শেষে মরদেহগুলো খুলনা ও মোংলায় পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

ওডি/এএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড