• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রায়পুরায় দুই ইউপিতেই স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

  নরসিংদী প্রতিনিধি

২৬ জুলাই ২০১৯, ০৯:২০
দুই স্বতন্ত্র প্রার্থী
স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন ও মো. মাসুদ ফরাজী ( ছবি : দৈনিক অধিকার)

নরসিংদীর রায়পুরা উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।

এর মধ্যে রাধানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন- স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আলম তপন (চশমা প্রতীক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাফায়েত উল্লাহ শিশু।

অন্য দিকে ডৌকারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. মাসুদ ফরাজী (টেলিফোন প্রতীক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সোহেল পারভেজ।

এছাড়া একই দিন জেলার বিভিন্ন উপজেলায় ছয়টি ওয়ার্ডে মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। এ উপনির্বাচনে দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১০ জন ও জেলার অন্যান্য ইউনিয়নের ছয়টি ওয়ার্ড উপনির্বাচনে মেম্বার পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ওয়ার্ডগুলো হলো- রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের ২ নম্বর, উত্তর বাখরনগর ইউনিয়নের ৪ নম্বর, শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ৯ নম্বর, মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ৫ নম্বর, চন্দনবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ও নরসিংদী সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড।

নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড