• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পাবনায় হত্যা মামলার সাত আসামি কারাগারে 

  পাবনা প্রতিনিধি

২৫ জুলাই ২০১৯, ২২:৩৩
আদালত
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (ছবি- দৈনিক অধিকার)

পাবনার বেড়া পৌর সদরের শেখপাড়া মহল্লার রাকিবুল ইসলাম ওরফে হকাই হত্যা মামলায় অভিযুক্ত ৭ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। বিচারক আবু সালেহ মোহাম্মদ সালাউদ্দিন জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- মৃত লিয়াকত আলীর দুই ছেলে মুন্না হোসেন (৪২) ও রাজু হোসেন (৩৫), মৃত কেরু শেখের ছেলে নুর হক (৫২), তার ছেলে পুন্নু হক (২৬), মুকুল হোসেনের ছেলে রুবেল হোসেন (২৫), আব্দুল করিমের দুই ছেলে রবিউল ইসলাম (৩৫) ও মিলন হোসেন (৩০)।

বাদিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট সাজ্জাদ ইকবাল লিটন জানান, আসামিরা এর আগে গত ১ জুলাই হাইকোর্টে প্রাথমিকভাবে জামিনের আবেদন করেন। হাইকোর্ট শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই মোতাবেক আসামিরা বৃহস্পতিবার পাবনার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ১০ জুন বসতবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধের জেরে রাকিবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় প্রতিপক্ষের লোকজন। তাকে প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হওয়ায় বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ জুলাই মারা যান রাকিবুল। এ ঘটনায় রাকিবুলের মা মমতাজ বেগম বাদি হয়ে বেড়া মডেল থানায় মুন্না ও রাজুকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ একটি হত্যা মামলা দায়ের করেন।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড