• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৫ জুলাই ২০১৯, ১২:০৫
বাস টার্মিনাল
ব্রাহ্মণবাড়িয়া বাস টার্মিনাল (ছবি : দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে সকাল থেকে এ ধর্মঘট চলছে।

সকাল থেকে শুরু হওয়া তিন চাকার যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট করে। এ দিকে জেলা সদরের বাস টার্মিনালগুলো থেকে সিলেট, কুমিল্লা ও ঢাকাগামী কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এর ফলে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন যাত্রীরা।

এ বিষয়ে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশনা না মেনে মহাসড়কগুলোতে অবৈধ তিন চাকার যানবাহন চলাচল করছে। এর ফলে দুর্ঘটনার হার বেড়ে মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এ নিয়ে আমরা প্রশাসনকে বারবার বললেও কোনো কাজ হচ্ছে না। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধর্মঘট পালন করব।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দফা দাবিতে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্যপরিষদ। আল্টিমেটাম না মানায় বুধবার বিকালে সমাবেশ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড