• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় আহত ১০

  নড়াইল প্রতিনিধি

২৪ জুলাই ২০১৯, ১৯:৫৪
নড়াইল সদর হাসপাতাল
নড়াইল সদর হাসপাতাল (ছবি : দৈনিক অধিকার)

নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে খাবার খাওয়ার পর অসুস্থ হন ওই ১০ জন। নড়াইলের সীমান্তবর্তী গ্রাম মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের হাসাইখোলার ইনসান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন- পরিবারের সদস্য ইনসান আলী (২৮), মোমেনা বেগম (৫১), মুরশিদা খাতুন (২১), শিশু ইয়ামিন (৫)।

এছাড়াও ওই বাড়িতে কৃষি কাজের জন্য শ্রম দিতে আসা নড়াইল সদরের ধাড়িয়াঘাটা গ্রামের শরিফুল জোমাদ্দার (৪৩), টিপু মোল্লা (৪৫), কনক মোল্লা (৩৫), মোস্তাক মোল্লা (৪৯), মিটু মোল্লা (৪০) ও মোক্তার (৫০) মোল্যাও অসুস্থ হয়ে পড়েন।

পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে বাড়িতে রান্না করা ভাত, ডিম ভুনা, পোনা মাছ ও কাঁচাকলার তরকারি খান তারা। এ খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়েন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন বলেন, খাদ্যে বিষক্রিয়ায় কারণে তারা অসুস্থ হয়েছেন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড