• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

গুজব-গণপিটুনি রোধে স্কুলে-কলেজে পুলিশের মতবিনিময়

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৪ জুলাই ২০১৯, ১৭:২৪
ছেলেধরা গুজব
শিক্ষার্থীদের সামনে ছেলেধরা গুজব ঠেকাতে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছেন শিক্ষকসহ পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

ছেলেধরা গুজবে দেশের বিভিন্ন জায়গায় অনেককে গণপিটুনিতে হত্যার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে বলে মনে করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ।

(ছবি : দৈনিক অধিকার)

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছেন পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

এরই লক্ষ্যে বুধবার (২৪ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন স্কুল কলেজে গিয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডির সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মতবিনিময় সভা করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলের আবু তাহের মোহাম্মদ আব্দুল্লাহ, সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তুজা, এস আই ফিরোজাসহ সদর থানার কর্মকর্তাবৃন্দ।

(ছবি : দৈনিক অধিকার)

গুজব ও গণপিটুনি রোধে পুলিশের কথা মনোযোগ দিয়ে শুনছেন সাধারণ জনগণ (ছবি : দৈনিক অধিকার)

ওই সভায় পুলিশ সদস্যরা বলেন- গুজবের সঙ্গে তাল মিলিয়ে কোনো মানুষকে হত্যা করার অধিকার কারো নেই। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। যদি কাউকে ছেলেধরা সন্দেহ হয় তাহলে তাৎক্ষণিক পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তারা।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড