• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলেধরা গুজব বন্ধে আরএমপি কমিশনারের লিফলেট বিতরণ

  রংপুর প্রতিনিধি

২৪ জুলাই ২০১৯, ১৭:১৫
ছেলেধরা গুজব
লিফলেট বিতরণ করছেন আরএমপি কমিশনার মো. আব্দুল আলীম (ছবি : দৈনিক অধিকার)

পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজবে ছেলেধরার নামে গণপিটুনিতে নিরীহ মানুষকে হত্যা ও আহত করার ঘটনায় কার্যকরী পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর অংশ হিসেবে ‘গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না’ এই প্রতিপাদ্য নিয়ে জনগণকে সচেতন করতে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারণা শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৪ জুলাই) দুপুরে নগরীর ধাপে জনগণের হাতে লিফলেট তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আব্দুল আলীম।

এ সময় পুলিশ কমিশনার এ ধরনের গুজব থেকে সবাইকে নিবৃত থাকার আহ্বান জানিয়ে, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।

পুলিশ কমিশনার আরও বলেন, গুজব ছড়িয়ে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করে রাষ্ট্রবিরোধী কাজ ও গণপিটুনি দিয়ে হত্যার মতো ফৌজদারি অপরাধ করছেন তাদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। তাই এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী, মেট্রোপলিটন সকল থানা এবং কন্ট্রোল রুম ও ‘৯৯৯’ নম্বরে জরুরি কল করার পরামর্শ দেন পুলিশ কমিশনার।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড