• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

  কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি

২৩ জুলাই ২০১৯, ১৬:০৮
কৃষি যন্ত্রপাতি বিতরণ
অনুষ্ঠানে একজন কৃষকের হাতে পাওয়ার টিলার তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান মফিজুল হক (ছবি : দৈনিক অধিকার)

‘স্ট্রেনদেনিং ইনকুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্রাক্টস’ (এসআইভি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবির অর্থায়নে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ রেস্ট হাউস চত্বরে কৃষকদের মধ্যে পাওয়ার টিলার এবং সেচ পাম্প মেশিন বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের সিনিয়র মাষ্টার ট্রেইনার মেহেদি হাসান।

একজন কৃষকের হাতে সেচ পাম্প তুলে দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। জাতীয় বাজেটে সর্বোচ্চ বাজেট কৃষিখাতে। তাই কৃষকদেরকে সরকারের এই সুযোগ-সুবিধা ব্যবহার করে কৃষি সেক্টরে আরও বৈপ্লবিক পরিবর্তন আনার পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে বলেও উল্লেখ করেন বক্তারা।

রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, এসআইডি-সিএইচটি প্রকল্পের রাঙ্গামাটি জেলা ব্যবস্থাপক ঐশ্বর্ষ চাকমা, ৪ নম্বর কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, সহকারী কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা প্রমুখ।

উল্লেখ, প্রকল্পের আওতায় এবার কাপ্তাই উপজেলার কৃষক মাঠ স্কুলে ১০টি পাওয়ার টিলার এবং ১১টি সেচ পাম্প মেশিন বিতরণ করা হয়।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড