• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খানসামায় ছেলেধরা গুজবে আতঙ্কিত অভিভাবকরা

  খানসামা প্রতিনিধি, দিনাজপুর

২৩ জুলাই ২০১৯, ১৩:৪৩
দিনাজপুর
জেলার ম্যাপ

দিনাজপুরের খানসামা উপজেলার চারিদিকে চলছে ছেলেধরা গুজব। এ অবস্থায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অভিভাবকরা সব সময় আতঙ্কের মধ্যে রয়েছেন। উপজেলার বিভিন্ন হাট-বাজার চায়ের দোকানসহ সর্বত্র ছেলেধরার বিষয়টি আলোচিত হচ্ছে।

এলকাবাসী জানায়, রবিবার ভেড়ভেড়ি, আংগারপাড়া, খামারপাড়া, ভাবকি, গোয়ালডিহি, আলোকঝাড়ি ইউনিয়নে বিভিন্ন জায়গায় ছেলেধরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

অটোভ্যান চালক সৈত্যন্দ্র রায় জানান, ছেলেধরা আমাদের খামার পাড়ায় নেমেছে। আজকের দিনে আমাদের পাড়ায় একটি ছেলে ধরাকে অল্পের জন্য ধরতে পারেনি। উপজেলার বিভিন্ন এলাকায় এসব গুজব মুখে মুখে শোনা গেলেও এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজেবুর রহমান সাজু বলেন, এমন কথায় কেউ কান দেবেন না। এমন কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটেনি। এটা শুধুই গুজব।

এ সম্পর্কে আওয়ামী লীগের খানসামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আযম চৌধুরী লায়ন বলেন, কোনো জায়গায় ছেলে ধরে নিয়ে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। আপনারা এসব গুজবে কান দেবেন না। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করে জানানোর জন্য এলাবাসী প্রতি আহ্বান জানিয়েছেন। যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড