• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গলা কাটা গুজবে সচেতনতায় প্রশাসনের উদ্যোগ

  মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল

২৩ জুলাই ২০১৯, ১৩:০১
সরকারি প্রাথমিক বিদ্যালয়
আলোকদিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় গলা কাটা গুজবে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে গণ সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে মধুপুর থানা প্রশাসন।

মঙ্গলবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার আলোকদিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মধ্যে এ গণ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় মধুপুর থানা প্রশাসন, সাধারণ জনগণ ও শিক্ষার্থীদেরকে গলা কাটা গুজবে সারা না দিতে এবং গণ সচেতনতা তৈরি বৃদ্ধির আহ্বান জানান।

থানা প্রশাসন আরও বলেন, এমন কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে না নিয়ে প্রশাসনকে জানাততে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়ার ও সন্দেহ করে গণ পিটুনি দেওয়ার ভয়াবহতাও তুলে ধরেন মধুপুর থানা প্রশাসন।

এ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের মধুপুর শাখা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দীন বলেন, বর্তমানে কঠিন সড়যন্তের কবলে বাংলাদেশ। সকলে সম্মিলিত হয়ে এ সড়যন্ত্রকে রুখতে হবে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড