• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ধান লাগাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়

২৩ জুলাই ২০১৯, ০৮:১৭
বজ্রপাত
ছবি : প্রতীকী

পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে খন্দকার কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুলাই) সকালে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে এ ঘটনা ঘটে।

নিহত কামরুল উপজেলার ধামোর ইউনিয়নের যুগিকাটা ডাঙ্গী গ্রামের খন্দকার ফাহিম আলমের ছেলে।

জানা যায়, কামরুল পঞ্চগড় সদরের মাগুড়া ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে তার বিধবা বোন কলির জমিতে কয়েকজন শ্রমিক নিয়ে আমন ধান লাগাতে যায়। পরে সোমবার সকালে জমিতে ধান লাগানোর সময় কামরুল ছাতা নিয়ে আইলে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রবল বৃষ্টিসহ বজ্রপাত হলে কামরুলের শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে ধান লাগানোরত মুসা. ইসাসহ পাঁচজন শ্রমিক অজ্ঞান হয়ে জমিতে পড়ে থাকে। পাশের জমিতে কাজরত শ্রমিকরা দৌড়ায় এসে এদের উদ্ধার করে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসায় জ্ঞান ফিরলে শ্রমিকরা বাড়ি ফিরে যান।

ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল বজ্রপাতে কামরুলের মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, লাশ ঘটনাস্থল থেকে বাড়িতে এনে দাফনের ব্যবস্থা চলছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড