• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারায়ণগঞ্জে শিশু আলীফ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৬:৫৯
হত্যাকাণ্ড
আলীফ হত্যা মামলার আসামি অহিদ (বামে) ও নিহত চার বছরের শিশু আলীফ (ডানে) (ছবি : দৈনিক অধিকার)

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া জল্লারপাড় এলাকার চার বছরের শিশু আলীফ হত্যা মামলায় আসামি অহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা জজ আদালত।

সোমবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে আসামির উপস্থিতিতে বিচারক আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ আগস্ট বাড়ির সামনের উঠানে খেলার সময় নিখোঁজ হয় চার বছরের শিশু আলীফ। পরে ওই দিন বিকাল ৫টার দিকে প্রতিবেশী আলী খোকনের বাড়ির ভাড়াটিয়া অহিদ ও রিপনের তালাবন্ধ ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় আলীফের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় আলীফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।

ঘটনার পর আলীফের পিতা আলমগীর হোসেন বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

তদন্ত সাপেক্ষে পুলিশ অহিদকে গ্রেফতার করতে সক্ষম হয়। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয় নারায়ণগঞ্জ থানা পুলিশ। প্রায় এক বছর পর সোমবার হত্যা মামলার আসামি অহিদকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন নারায়ণগঞ্জ জজ আদালতের বিচারক আনিসুর রহমান।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড