• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজের বউকে ৫ বন্ধুর কাছে বিক্রি

  ময়মনসিংহ প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৬:৩২
ময়মনসিংহ
গ্রেফতারকৃত শহিদ মিয়া (ছবি : দৈনিক অধিকার)

ময়মনসিংহের ধোবাউড়ায় নিজের বউকে পাঁচ বন্ধুর কাছে বিক্রির পর গণধর্ষণে সহায়তার অভিযোগ উঠেছে স্বামী শহিদ মিয়ার (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২১ জুলাই) সকালে ঢাকার গুলশান মডেল থানার ঝিলের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই দিন রাতে ডিবি পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত শহিদ মিয়া ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামের প্রয়াত উসমান আলীর ছেলে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ মিয়া তার স্ত্রীকে বিক্রির কথা স্বীকার করে জানিয়েছে, সে একাধিক বিয়ে করেছে এবং টাকার বিনিময়ে এমন কাজ করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মোল্লা জানান, শহিদ তার স্ত্রীকে টাকার বিনিময়ে একই এলাকার পাঁচ যুবকের কাছে তুলে দেয়। পরে ৬ জুলাই ওই পাঁচজন গৃহবধূকে তার স্বামীর সহায়তায় জোরপূর্বক গণধর্ষণ করে।

তিনি আরও জানান, এ ঘটনায় ১১ জুলাই ভিক্টিমের মা বাদী হয়ে ধোবাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শহিদসহ অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ দিকে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, মামলার তদন্ত ডিবি পুলিশে স্থানান্তর করার পর আসামি শহিদ মিয়াকে ঢাকা গুলশান মডেল থানাধীন ঝিলের পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গত ৬ জুলাই পূর্ব পরিকল্পিতভাবে অন্যান্যদের নিয়ে এ গণধর্ষণের ঘটনা ঘটায় শহিদ। গ্রেফতারের পর ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা স্বীকার এবং এতে জড়িত অন্যান্যদের বিষয়েও সে তথ্য দিয়েছে।

তাদের গ্রেফতার করতে ডিবির এলআইসি টিম তৎপর থাকার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড