• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার

  নওগাঁ প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৬:২১
ফেনসিডিল
(ছবি: ফাইল ফটো)

নওগাঁর ধামইরহাট উপজেলায় পৃথক অভিযানে ১৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২১ জুলাই) রাত ২টার দিকে উপজেলার মহেষপুর ও সোমবার (২২ জুলাই) ভোরে উপজেলার কমড়াইল নামক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবি-১৪-পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদ হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ২টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার সুবেদার মো. রহমত উল্লাহর নেতৃত্বে বিজিবি সদস্যরা মহেষপুর এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার শীতলমাঠ বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোলায়মান আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কমড়াইল নামক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ফেনসিডিলগুলোর মূল্য আনুমানিক ৫২ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড