• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে খাল উচ্ছেদ অভিযানে সেনাবাহিনী

  চট্টগ্রাম প্রতিনিধি

২২ জুলাই ২০১৯, ১৫:৪২
উচ্ছেদ অভিযান
অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে (ছবি : দৈনিক অধিকার)

চট্টগ্রাম নগরীর দখলকৃত খালসমূহ পুনরায় উদ্ধার অভিযানে নেমেছে সিডিএ এবং সিটি কর্পোরেশন।

সোমবার (২২ জুলাই) নগরীর চাকতাই খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত করছে সিডিএ।

এ অভিযানে চাকতাই খালের উপর স্থাপিত অবৈধ ৩০০ স্থাপনা উচ্ছেদ করে খালটির প্রায় ৯ একর জায়গা দখলমুক্ত করা হবে বলে জানিয়েছে সিডিএ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করছেন।

সিডিএর ম্যাজিস্ট্রেট বলেন, বিকাল ৫টা পর্যন্ত অভিযান চলবে। পর্যায়ক্রমে নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ অভিযান আগামী দুই মাস পর্যন্ত চলবে বলে জানান তিনি।

সেনাবাহিনীর প্রকল্প পরিচালক লে. কর্নেল শাহ আলী বলেন, খালগুলোর ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সিডিএকে আমরা সহযোগিতা করছি।

উল্লেখ্য, উচ্ছেদের আগে অবৈধ সকল দখলদারদের নোটিশ দিয়েছিল সিডিএ।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড