• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রেমের ফাঁদে ফেলে ভুয়া ডিবি পুলিশ আটক

  মধুপুর প্রতিনিধি, টাঙ্গাইল

২১ জুলাই ২০১৯, ২২:৩৯
আটক
আটক ২ ভুয়া পুলিশ (ছবি : দৈনিক অধিকার)

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে আটক করেছেন মধুপুর থানা পুলিশ।

রবিবার (২১ জুলাই) উপজেলার পার্শ্ববর্তী থানা ধনবাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী আসামিরা হলেন- জামালপুর জেলার ফতেপুর থানার মো. আলম আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (৩৫) ও টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সাইতুল্লাহর ছেলে আমজাদ হোসেন (৪০)।

মধুপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ৩০ জুন উপজেলার রাগামারী গ্রামের জনৈক গাজীউর রহমানের বাড়িতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে পরিবারের লোকজনদেরকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ায় সর্বমোট ২ লাখ ৯৪ হাজার টাকার মালামালসহ নগদ টাকা চুরি করে নিয়ে যায়।

এরপর থেকে মধুপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী আসামিদেরকে আটক করে। পরে এদের বিরুদ্ধে মধুপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড