• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বানের জল নিল তিন শিশুর প্রাণ

  গাইবান্ধা প্রতিনিধি

২১ জুলাই ২০১৯, ২২:২১
বন্যার পানি
বন্যার পানি (ফাইল ফটো)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক স্থানে বন্যার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নিশাদ (২), জান্নাতি (৮) ও হাবিব (২)।

রবিবার (২১জুলাই) সন্ধায় উপজেলার তালুককানুপুর গুমাণীগঞ্জ ও মহিমাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

তালুককানপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক দৈনিক অধিকার জানান, সন্ধায় বাড়িতে সহপাটিদের সঙ্গে খেলা করছিল হাবিব। সবার অজান্তে খেলার এক পর্যায়ে হাবিব পানিতে পরে ডুবে যায়। পরিবারের লোকজন পরে পানি থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে। হাবিব ওই ইউনিয়নের শনদইল গ্রামের তৌফিক প্রধান তেক্কার ছেলে।

অপরদিকে নিহত শিশু নিশাদকে বাড়ির উঠানে রেখে কাজ করছিলেন তার মা। কাজের এক পর্যায়ে শিশুকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশে বন্যার পানিতে নিশাদের মৃত্যু দেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে এলাকাবাসী। নিশাদ উপজেলার গুমানিগঞ্জের খরিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

নিহত অপর এক শিশু জান্নাতি বন্যার পানিতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করে। সে উপজেলার মহিমাগঞ্জের ঝিরাই গ্রামের আব্দুল মজিদের মেয়ে। সে। ঝিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড