• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সারাদেশে ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন

  ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম

২০ জুলাই ২০১৯, ১৯:৫০
মানববন্ধন
মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

‘ধর্ষিত জাতি আজ কলংকিত সমাজ, রুখে দাও ধর্ষণ হে অন্ধ সমাজ’ এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণ, ইভটিজিং ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন পালন করেছে ছাত্র সমাজ।

শনিবার (২০ জুলাই) সকালে উপজেলার মুনিরা কমিউনিটি সেন্টারের সামনে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে ফটিকছড়ি ছাত্র সমাজের আহবায়ক সাজ্জাদুল আলম সাজ্জাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাইল হোসেন। এতে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজ, ফটিকছড়ির বিভিন্ন স্কুল-মাদ্রাসা শিক্ষার্থী।

এছাড়া মানববন্ধননে আরও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান রুপু, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য মাঈনুল করিম সাউকি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল উদ্দীনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ফটিকছড়িসহ দেশে হঠাৎ করেই নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন, ইভটিজিং বেড়ে গেছে। শিশু ধর্ষণকারীর ফাঁসি কার্যকর করাসহ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড