• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ছেলেধরা’ সন্দেহে কিশোরকে পিটিয়ে আহত

  দুর্গাপুর প্রতিনিধি, নেত্রকোণা

২০ জুলাই ২০১৯, ১৮:০২
ছেলে ধরা
কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ ( ছবি : দৈনিক অধিকার )

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় ‘ছেলেধরা’ সন্দেহে টিএস খাঁন নামে এক কিশোরকে পিটিয়ে গুরুতর আহত করছে স্থানীয়রা। শনিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌরসভার সাধুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ওই কিশোরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত কিশোর টিএস খাঁন উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের পশ্চিম বিলাসপুর গ্রামের মুক্তা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সোমেশ্বরী নদীর বেড়িবাঁধের পাড় ধরে সাধুপাড়া এলাকার একটি বাড়িতে ডুকে যায় ওই কিশোর। এ সময় বাড়ির ভেতরে থাকা এক নারী ছেলেধরাভেবে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে এবং কিশোরকে মারধর করে।

এ দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ।

আহত কিশোর টিএস খাঁন জানায়, শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকায় কোনো কাজ করতে না পারায় পেটের দায়ে ভিক্ষা করে খাই। আর তাই ভিক্ষার জন্য একটি বাড়িতে গেলে তারা আমাকে ধরে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। আমি কথা বলার চেষ্টা করলেও তারা আরও বেশি মারতে শুরু করে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুব রহমান জানান, আমরা ছেলেটিকে চিকিৎসা শেষে থানায় নিয়ে এসেছি। প্রাথমিকভাবে কোনো অপকর্মের সঙ্গে ছেলেটির সম্পৃক্ততা পাওয়া যায়নি। মানুষ আতঙ্কেই ‘ছেলেধরা’ ভেবে তাকে মেরেছে।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড