• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল ধ্বংস, ৪ জেলেকে জরিমানা

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, ১৭:৫৭
চাঁপাইনবাবগঞ্জ
পুড়িয়ে দেওয়া জাল (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও চার জেলেকে জরিমানা করেছে।

শনিবার (২০ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার সুলতানগঞ্জ ঘাট থেকে দেবিনগর ইউনিয়নের তরপাঘাট পর্যন্ত মহানন্দা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় চার হাজার মিটার কাঁপা জাল ও ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট ও কাঁপা জাল দিয়ে মাছ ধরার অপরাধে চার জেলেকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত ১৬ হাজার মিটার জাল জব্দ করে সুলতানগঞ্জঘাটে নিয়ে এসে তা জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করে। যার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা।

ওডি/এমবি

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড