• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরিবহন ধর্মঘটে তৃতীয় দিনেও অচল সিরাজগঞ্জ

  সিরাজগঞ্জ প্রতিনিধি

২০ জুলাই ২০১৯, ১৭:৪২
ধর্মঘট
জেলার অভ্যন্তরীণসহ সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে (ছবি- দৈনিক অধিকার)

ঢাকার সঙ্গে জেলা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে টানা তৃতীয় দিনেও অচল রয়েছে সিরাজগঞ্জ।

শনিবার (২০ জুলাই) পর্যন্ত টানা তিনদিন জেলার অভ্যন্তরীণসহ সকল রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।

ধর্মঘটে সাধারণ মানুষসহ চাকুরীজীব ও ছাত্র-ছাত্রীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে ধর্মঘটের প্রথমদিন বৃহস্পতিবার রিকশা-সিএনজি বন্ধ থাকলেও শুক্রবার দুপুরের পর কিছু কিছু রিকশা-সিএনজি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীদের দ্বিগুণ থেকে তিনগুণ বেশি ভাড়া গুণতে হচ্ছে। এছাড়াও ট্রাক-কাভার্ড ভ্যান বন্ধ থাকায় কাঁচামাল ব্যবসায়ীদেরও দুর্ভোগে পড়েছে। এছাড়াও শ্রমিকরা শহরের কয়েকটি পয়েন্টে বিক্ষোভ ও জেলার বাহির থেকে আসা পণ্যবাহী গাড়ি আটকে দিচ্ছে।

সিরাজগঞ্জে জেলা মোটর বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আল মাজি জানান, ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে বাস কাউন্টার দাবি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার আলোচনা হয়। আলোচনায় সমাধান না হওয়ায় সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় প্রবেশে বাধা দেয় ঢাকার মালিক সমিতির নেতারা। এ ঘটনায় গত সাত দিন ধরে ঢাকা-সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এর প্রতিবাদে সিরাজগঞ্জে বাস, ট্রাক, মিনিবাস কোচ, কাভার্ড ভ্যানসহ রিকশা-ভ্যান অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করা হয়েছে।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড