• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় ফের বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বিঘ্নিত

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২০ জুলাই ২০১৯, ১৩:০৬
ট্রেন দুর্ঘটনা
আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত ( ছবি : দৈনিক অধিকার)

সিলেট-কুলাউড়া রেল রুটে কুলাউড়া জংশন স্টেশনের আউটার সিগ্যানালের কাছে আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (২০ জুলাই) সিলেট থেকে ছেড়ে আসা সকাল ৯টা ৩০মিনিটে ট্রেনের মধ্যখানের ঞ-বগির চাকা লাইনচ্যুত হয়।

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত কুলাউড়া রেলওয়ে জংশনের উদ্ধারকারী দল হাইড্রোলিক ভ্যান নিয়ে দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দেড় ঘণ্টা পর বেলা ১১টার দিকে লাইনচ্যুত বগিটি রেখে বাকি বগিগুলো নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন জানান, উদ্ধারকারী দল দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনা কবলিত বগিকে রেল লাইন থেকে উদ্ধার করে। রেললাইন মেরামত করে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি কেটে রেখে অবশিষ্ট যাত্রীবাহী বগিগুলো নিয়ে সকাল ১১টায় ঢাকার উদ্দেশে ট্রেনটি কুলাউড়া স্টেশন ত্যাগ করে।

একদিনের ব্যবধানে একইস্থানে দুবার ট্রেন লাইনচ্যুত হওয়ায় রেল মেরামতের লোক দেখানো কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রেনে থাকা যাত্রী ও স্থানীয় এলাকাবাসী। তারা মনে করছেন, সিলেট-আখাউড়া রেলপথ কেন এত ঝুঁকিপূর্ণ। রেল বিভাগের অবহেলা ও চরম গাফিলতির কারণে বার বার ট্রেন লাইনচ্যুত হচ্ছে।

উল্লেখ্য, ১৯ জুলাই শুক্রবার দুপুরে কুলাউড়া রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেন লাইনচ্যুত হয়। এর আগে গত ২৩ জুন রাতে কুলাউড়ার বরমচাল এলাকার বড়ছড়া ব্রিজে ঢাকাগামী উপবন ট্রেনটি দুর্ঘটনায় পতিত হলে ঘটনাস্থলে চারজন নিহত হন ও আহত হন শতাধিক।

ওডি/ এফইউ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড