• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৬টি মাটির ঘরের বাসিন্দাদের আর্থিক সহযোগিতা

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

১৯ জুলাই ২০১৯, ২২:৪৮
আর্থিক সহায়তা
আর্থিক সহায়তা প্রদানকালে চন্দনাইশ সমিতির ট্রাস্টি বোর্ডের মেম্বার আব্দুল নবী খান (ছবি : দৈনিক অধিকার)

গত ৬ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত টানা নয় দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানির স্রোতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার শঙ্খনদী তীরবর্তী ৭ নম্বর ওয়ার্ডের ৫৬টি মাটির ঘর ধসে পড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) বিকালে প্রভাতী স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত ওই সব পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির ট্রাস্টি বোর্ড মেম্বার আব্দুল নবী খান।

এ সময় ক্ষতিগ্রস্ত ওইসব পরিবারের মধ্যে মোট ৫৬ হাজার টাকা প্রদান করা হয়। অর্থ সহযোগিতা প্রদানকালে জনাব নবী খান বলেন, সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীরা যদি স্ব স্ব এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ায় তবে অসহায় পরিবারগুলোর দুঃখ-দুর্দশা কিছুটা হলেও লাঘব হবে।

আর্থিক সহযোগিতা প্রদানকালে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, দোহাজারী পৌরসভার সহায়ক সদস্য (সাবেক দোহাজারী ইউপি সদস্য) এস এম জামাল উদ্দীন, সমাজ সেবক আব্দুস সবুর, দোহাজারী যুবলীগ সাবেক সভাপতি এম জসিম উদ্দীন হিরু প্রমুখ।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড