• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘ছেলেধরা’ সন্দেহে রোহিঙ্গা তরুণীকে গণধোলাই

  বান্দরবান প্রতিনিধি

১৯ জুলাই ২০১৯, ১৭:৫৯
গণপিটুনি
গণপিটুনিতে গুরুতর আহত রোহিঙ্গা নারী রোকেয়া বেগম (ছবি : দৈনিক অধিকার)

বান্দরবানের সদর উপজেলায় ‘ছেলেধরা’ সন্দেহে রোকেয়া বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। শুক্রবার (১৯ জুলাই) দুপুরে বান্দরবান পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বালাঘাটা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত রোকেয়া বেগম কক্সবাজার বালুখালি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা হামিদুল্লাহর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে বালাঘাটা বাজার এলাকায় ওই তরুণীকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে আটক করে স্থানীয়রা। এ সময় ‘ছেলেধরা’ সন্দেহে উত্তপ্ত জনতা ওই তরুণীকে গণপিটুনি দেয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) এনামুল হক ভূঁইয়া জানান, দুপুরে বালাঘাটা বাজারে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় রোহিঙ্গা তরুণীকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে জনসাধারণ। তিনি বলেন, ওই তরুণী বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ সময় তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলেও উল্লেখ করেন বান্দরবান থানা পুলিশের ওই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড