• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

সুবর্ণচরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  নোয়াখালী প্রতিনিধি

১৯ জুলাই ২০১৯, ১৫:০২
মানববন্ধন
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

নোয়াখালীর সুবর্ণচরে সংবাদ সংগ্রহ করার সময় দৈনিক নোয়াখালী প্রতিদিনের প্রতিবেদক ও ডেইলি অবজারভার পত্রিকার সুবর্ণচর প্রতিনিধি মো. ইমাম উদ্দিন সুমনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার (১৯ জুলাই) সকালে এই মানববন্ধন করে উপজেলার কর্মরত সাংবাদিকরা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক খোলা কাগজের সুবর্ণচর প্রতিনিধি আব্দুল কাইয়ুম, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি লিটন চন্দ্র দাস, আমাদের সময় এর ছানা উল্যাহ, আলোকিত বাংলাদেশের ইউনুছ শিকদারসহ আরও অনেকে।

এ সময় বক্তারা বলেন, হামলায় অভিযুক্ত মোজাম্মেল চেয়ারম্যানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

উল্লেখ্য চলতি মাসের ১১ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের চেয়রম্যান মোজাম্মেল হোসেনের বাড়ির কেয়ারটেকার ইসমাইল (৪৮) এর রহস্যজনক মৃত্যু হয়। কেয়ারটেকারের মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক মোহাম্মদ ইমাম উদ্দিন সুমনের ওপর হামলা চালায় চরবাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল ও তার লোকজন।

অভিযুক্ত মোজাম্মেল চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কর্তন, অবৈধ বালু উত্তোলন, স্কুল ছাত্রীকে মারধর, বিচার প্রার্থী নারীকে ইউনিয়ন পরিষদে আটকে রেখে রাতভর ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মোজাম্মেলকে প্রধান করে এবং অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করেন সুমন।

ওডি/এসএএফ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড