• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোহিঙ্গা ক্যাম্পে ইট ভর্তি ট্রাক উল্টে মা-ছেলে নিহত

  কক্সবাজার প্রতিনিধি

১৯ জুলাই ২০১৯, ১৫:৩৪
রোহিঙ্গা ক্যাম্প
রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লক (ছবি : দৈনিক অধিকার)

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে এনজিও ফোরামের ইট ভর্তি একটি ট্রাক উল্টে পার্শ্ববর্তী রোহিঙ্গা ঝুপড়িতে পড়ে মা ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্পের ডি-ফাইভ ব্লকের মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার দুই বছরের শিশু সন্তান মো. কায়সার।

শুক্রবার (১৯ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে রোহিঙ্গা ২ নম্বর ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত আনোয়ারের মেয়ে রাজমিনকে (১৭) কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারি মোহাম্মদ নুর জানান, সকালে এনজিও ফোরামের দ্রুতগামী একটি ইট ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ির ওপরে উল্টে যায়। এ সময় ঝুপড়ি ভেতরে থাকা মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম, তার দুই বছরের শিশু সন্তান মো. কায়সার ইট চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় প্রতিবেশী রোহিঙ্গারা গুরুতর আহত অবস্থায় আনোয়ারের মেয়ে রাজমিনকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করায়।

উখিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় ওই ট্রাকসহ ড্রাইভার মো. রাসেলকে (৩১) আটক করেছে। সে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন পুলিশের ওই কর্মকর্তা।

ওডি/আইএইচএন

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড