বেলকুচি প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে ইয়াবাসহ জামাল উদ্দিন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাকে উপজেলার সমেশপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল উদ্দিন উপজেলার রাজাপুর ইউনিয়নের সমেশপুর পশ্চিমপাড়া গ্রামের প্রয়াত নুর মোহাম্মদের ছেলে। গ্রেফতারের পর তার শরীর তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সমেশপুর এলাকা থেকে ইয়াবাসহ জামালকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওডি/এমবি
সম্পাদক: মো: তাজবীর হোসাইন সজীব
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৯১১০৫৮৪
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড