• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কর্ণফুলীতে বন্য হাতির আক্রমণে বসতঘর ভাংচুর, আহত ১

  পটিয় প্রতিনিধি, চট্টগ্রাম

১৯ জুলাই ২০১৯, ০৮:২৫
হাতি
হাতি (ফাইল ছবি)

কর্ণফুলীর বড়উঠানে বন্য হাতির আক্রমণে প্রায় ৫টি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় হাতির ধাওয়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে মো. জাফর (৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) গভীর রাতে হাতির দলটি হামলা চালায়। পরে ঘটনাস্থলে স্থানীয় ও থানা পুলিশ এসে আগুন ধরিয়ে হাতির দলটিকে ধাওয়া করলে হাতিগুলো পুনরায় পাহাড়ে ফিরে যায়।

জানা গেছে গত সোমবার রাতে দেয়াং পাহাড়ে আশ্রয় নেয়া বন্যহাতির দলটি কেইপিজেডের পাহাড়ি পথ বেয়ে খাবারের খোঁজে ওই উপোজেলার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মৌলানা মুহিবুল্লাহ্ খানের বাড়ি ভাংচুর চালায়। এ সময় হাতির আক্রমণে মোশাররফের, কামালের, শফির, আমিনুল, বসতঘর তছনছ হয়ে যায়। তখন এলাকার লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। পরে হাতির ধাওয়া খেয়ে পালাতে গিয়ে গুরুতর আঘাত পায় জাফর নামে এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ এসে হাতিগুলোকে লোকালয় থেকে পাহাড়ে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম জানান, হাতিগুলো প্রায় সময় খাবারের খোঁজে লোকালয়ে চলে আসে। এতে মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বুধবার রাতেও হাতির একটি দল বড়উঠানে কেইপিজেড এলাকায় হানা দিয়ে ৪ থেকে ৫টি বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় একজন আহতও হয় বলে জানা গেছে।

ওডি/এসজেএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড