• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী গালর্স ক্যাডেট কলেজে সবাই পেয়েছে জিপিএ-৫

  ফেনী প্রতিনিধি

১৮ জুলাই ২০১৯, ১৬:৫৩
ফেনী গালর্স ক্যাডেট কলেজ
ফল প্রকাশের পর ফেনী গালর্স ক্যাডেট কলেজের কৃতকার্য শিক্ষার্থীরা (ছবি- দৈনিক অধিকার)

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ফেনী গালর্স ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ। প্রতিষ্ঠানটি থেকে ৬০ জন অংশ নিয়ে সবাই পাস করেছেন।

বুধবার (১৭ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে এ তথ্য দেখা গেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এবার ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়েছেন।

অপরদিকে ফেনী সরকারি কলেজে সব বিভাগে মোট পরীক্ষার্থী ১৫৩৬ জন, পাস করেছেন ১১৪৬ জন। পাসের হার ৭৭ দশমিক ২১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ৬৪ জন।

ফেনী জিয়া মহিলা কলেজে সব বিভাগে মোট পরীক্ষার্থী ৯৭৩ জন, পাস করেছেন ৬৪৬ জন। পাসের হার ৬৬ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ০১ জন।

জয়নাল হাজারী কলেজে সব বিভাগে মোট পরীক্ষার্থী ৪৪১ জন, পাস করেছেন ৩৮১ জন। পাসের হার ৮৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন একজন। মহিপাল সরকারি কলেজে সব বিভাগে মোট পরীক্ষার্থী ৭৮৬ জন, পাস করেছেন ৫১৩ জন। পাসের হার ৬৫ দশমিক ২৭ শতাংশ।

ফেনীর বেসরকারি কলেজগুলোর মধ্যে নাসির মেমোরিয়াল কলেজে পাসের হার ৩৮ শতাংশ, ফেনী ন্যাশনাল কলেজে পাসের হার ৪৫ দশমিক ৫০ শতাংশ, ফেনী মডেল কলেজে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ, ভিক্টোরিয়া কলেজে পাসের হার ৫৪ শতাংশ, সিটি কলেজে পাসের হার ৪৬ দশমিক ৯৪ শতাংশ, গ্রিনল্যান্ড কলেজে পাসের হার ২৩ শতাংশ, ফেনী মহিলা কলেজে পাসের হার ৪৪ দশমিক ৭৪ শতাংশ, ফেনী নোবেল কলেজে পাসের হার ৩০ শতাংশ, বীকন মডেল কলেজে পাসের হার ৫২ দশমিক ১১ শতাংশ।

এদিকে মাদ্রাসা বোর্ডের মধ্যে ফেনী ফালাহিয়া মাদ্রাসায় ২৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২৩০ জনই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩০ জন। ফেনী আলিয়া মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ১৬২ জন, পাস করেছেন ১৫৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৩৬ শতাংশ। ফাজিলপুর ওয়ালিয়া ইসলামিয়া মাদ্রাসা মোট পরীক্ষার্থী ১১৩ জন, পাস করেছেন ১০৮ জন। পাসের হার ৯১ দশমিক ৫৩ শতাংশ।

ওডি/এসএ

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড