• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু কাল

  পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোণা

১৭ জুলাই ২০১৯, ১৯:৩৭
ভোটার তালিকা হালনাগাদ
ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করতে প্রস্তুত কর্মীগণ (ছবি : দৈনিক অধিকার)

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাড়িবাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের এ কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত। উপজেলার ১১টি ইউনিয়নে ছবি তোলা শুরু ১৭ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত।

তথ্য সংগ্রহের সময় ভোটার হওয়ার জন্য অনলাইনে প্রদত্ত জন্ম সনদ, পিইসি, জেএসসি জেডিসি বা এসএসসি সনদ, বাবা-মার জাতীয় পরিচয়পত্র, বিবাহিত হলে স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

উপজেলা নির্বাচন অফিসার মো. সিহাব উদ্দিন জানান, যাদের জন্ম ২০০৪ সালের ১ জানুয়ারি বা তারও আগে তারাই হালনাগাদে নিবন্ধিত হতে পারবেন। হালনাগাদের পাশাপাশি ভোটার স্থানান্তর ও ভোটার তালিকা থেকে নাম কর্তনও করা হবে।

যারা এর আগে ভোটার হওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন এবং ছবি তুলেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, হালনাগাদের সময় তাদের নতুন করে ভোটার হওয়ার প্রয়োজন নেই।

বর্তমানে পূর্বধলা উপজেলায় মোট ভোটারের সংখ্যা দুই লাখ ২৪ হাজার ৫৫৮ জন।

ওডি/এএসএল

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড